মেহেরপুরের গাংনীতে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ডাম্পট্রাকের ধাক্কায় সুমি খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শুকুরকান্দি নামক স্থানের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের আরিফুল ইসলাম গনির স্ত্রী। আহতরা হলেন নিহতের ছেলে নিরব হোসেন (১০), ওই পরিবারের সদস্য পারভীনা খাতুন (২৭) ও পারভীনার ছেলে রনি (৯)।
স্থানীয়রা জানায়, সুমিসহ পরিবারের চার সদস্য কুষ্টিয়াতে চিকিৎসা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে শুকুরকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও চার যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় সুমির ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সুমির শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। সুমির লাশ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ নিয়ে আসার প্রস্তুতি চলছে।



