কটিয়াদীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা খুন

গুরুতর আহত এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন ও রঞ্জন খা বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিহত আশিক খা
নিহত আশিক খা |সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির সভাপতিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আশিক খা (২৩) নামে ছাত্রদলের এক নেতা নিহত এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আশিক খা মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের আরব আলীখার ছেলে। গুরুতর আহত এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন ও রঞ্জন খা বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ অ্যাডভোকেট আলী হায়দার বাবলু নামে একজনকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার দুপুরে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান চন্দনকে নিয়ে অ্যাডভোকেট আলী হায়দার বাবলুর আপত্তির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অধিদফতরের একটি তদন্ত কমিটি বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় চেয়ারম্যান, নেতাকর্মীসহ সকল পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। এ সময় কমিটির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রদল নেতা আশিক খা মারা যান। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে, নিহত আশিকের লাশ নিয়ে উপজেলা ছাত্রদল মিছিল করেছে। তারা ঘটনার ইন্দনদাতা হিসেবে অ্যাডভোকেট নজরুল ইসলামকে (সহকারী অ্যাটর্নি জেনারেল) গ্রেফতারের দাবি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে আশিক খার হত্যাকারীদের শিগগিরই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

অ্যাডভোকেট আলী হায়দার বাবলুকে গ্রেফতারের কথা জানিয়েছে কটিয়াদী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী বলেন, ‘চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘গ্রেফতার দু’জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের অনুসারী। আর নিহত আশিক খান ছাত্রদল নেতা চন্দনের সমর্থক।’

নিহতের সত্যতা নিশ্চিত করে হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’