নওগাঁর নিয়ামতপুর উপজেলার চাঞ্চল্যকর আপন দুই ভাই হত্যা মামলার অন্যতম আসামি শরিফুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহী র্যাব-৫- এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছেন। এদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার সময় রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশবহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শরিফুল ইসলাম জেলার নিয়ামতপুর উপজেলার বধুরিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামের মরহুম তাছের আলীর ছেলে।
প্রেস বিজ্ঞিপিতে জানানো হয়েছে, চলতি বছরের বুধবার (৯ এপ্রিল) শরিফুল ইসলামের সাথে একই এলাকার নিহত দুই ভাই শরিফুল ইসলাম ও আজিজুল হকের সাথে ভিটা মাটির জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়। পরেরদিন এরই জের ধরে সকাল ১০টার সময় ওই এলাকার বধুরিয়া (ডাঙ্গাপাড়া) মোড়ের পাকা রাস্তার উপর শরিফুল ইসলাম ও বড় ভাই আজজুল হক পৌঁছালে শরিফুল ইসলামসহ আরো ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র হাসুয়া, বল্লম, কুড়াল, ছুরি, বাঁশের লাঠি, লোহার রডসহ অতর্কিতভাবে হামলা করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান এবং তার বড় ভাই আজিজুল হক চিকিৎসাধীন অবন্থায় মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নিয়ামতপুর থানায় ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের নামে একটি হত্যা মামলা দায়েরে করেন।