রংপুর সিটির নতুন প্রশাসক যুগ্ম-সচিব আশরাফুল ইসলাম

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় যুগ্ম-সচিব আশরাফুল ইসলামকে বদলি পূর্বক প্রেষনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলো।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur Sadar
রংপুর সিটির নতুন প্রশাসক যুগ্ম-সচিব আশরাফুল ইসলাম
রংপুর সিটির নতুন প্রশাসক যুগ্ম-সচিব আশরাফুল ইসলাম |নয়া দিগন্ত

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামকে সরিয়ে নতুন প্রশাসক হিসেবে যুগ্ম-সচিব মোহা: আশরাফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় যুগ্ম-সচিব আশরাফুল ইসলামকে বদলি পূর্বক প্রেষনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলো।

পদায়িত হওয়ার আগ পর্যন্ত তিনি ময়মনসিংহ বিভাগীয় সদর দফতর স্থাপন প্রকল্পের জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূনর্বাসনপ্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। গেলো বছর ৫ আগস্ট সেই সময়কার প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর অন্তবর্তী সরকার ১৯ আগস্ট দেশের সকল সিটি করপোরেশনের মেয়রদের পদচ্যুত করেন। সেই হিসেবে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাও পদচ্যুত হন। ওইদিন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামকে এই সিটির প্রশাসক হিসেবে প্রজ্ঞাপন জারি করেছিলো সরকার। এক বছরের মাথায় তাকে সরিয়ে নতুন প্রশাসক দেয়া হলো।