রামুতে ১,৬০০ পিস বাউণ্ডলিসহ গ্রেফতার ৩

পুলিশের একটি দল জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে।

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Cox's Bazar
গ্রেফতার আসামিরা
গ্রেফতার আসামিরা |নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীর জন্য পাচারের সময় ১,৬০০ পিস বাউণ্ডলি (ম্যাগাজিন রাখার প্রসেস) ও একটি মিনি পিকআপ গাড়িসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ই ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে একটি মিনি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশিকালে গাড়িতে থাকা ৩২টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে এ বাউণ্ডলি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নুরুল আলমের ছেলে মো: শাহজাহান (২৫), বদিউজ্জামানের ছেলে মো: ইলিয়াস (১৯), এম এ সামাদের ছেলে আতিকুর রহমান (২৫)।

সূত্র জানায়, কতিপয় ব্যক্তি মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম বহন করে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেন যে, তারা অবৈধভাবে এসব সামগ্রী বাংলাদেশ থেকে মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করছিলেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মালামাল ও ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রামু থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদেপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের সহযোগী অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।