বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা–২০২৫’ উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এ মতবিনিময় হয়। ২০২৪–২৫ সালের গৃহীত গবেষণা কর্মসূচির মূল্যায়ন ও অভিজ্ঞতার আলোকে ২০২৫–২৬ সনের নতুন গবেষণা কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার কারিগরি অধিবেশন আগামী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। এতে সভাপতিত্ব করেন বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
প্রধান অতিথি বলেন, ‘দেশের কৃষক যেন সর্বাধিক উপকৃত হয়, সেই বিষয়টি মাথায় রেখে গবেষণা কর্মসূচি প্রণয়ন করতে হবে। কৃষক লাভবান হলে দেশও লাভবান হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
তিনি জানান, বারি এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৭৭টি উচ্চ ফলনশীল জাত ও ৬৭২টি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে—মোট ১,৩৪৯টি প্রযুক্তি। এসব উদ্ভাবন দেশের তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানসহ বিভিন্ন কেন্দ্র ও বিভাগের পরিচালকবৃন্দ।
কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষি সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন।
এর আগে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।



