দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুইটি ঘটনায় পুকুরে ডুবে জাইফা (২) ও আদনান (২৩ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের পশ্চিমপাড়ায়। নিহত জাইফা স্থানীয় প্রবাসী মনির হোসেনের মেয়ে ও পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে জাইফা পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটির লাশ ভেসে উঠতে দেখা যায়। উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে ততক্ষণে তার মৃত্যু হয়।

অন্যদিকে, গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারায় মো: আদনান (২৩ মাস)। সে ওই গ্রামের মো: আল আমিন মিয়ার ছেলে।

স্বজনদের ভাষ্যমতে, আদনান উঠানে খেলা করছিল। হঠাৎ করে নিখোঁজ হলে খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে থাকতে দেখা যায় তাকে। উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’