ফেনীতে শিশুকে বলাৎকারের অভিযোগে দাগনভূঞা দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈন উদ্দিন আহমেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কিছুদিন আগে ফেনীতে নিজ বাসায় এক শিশুকে বলাৎকার করার অভিযোগে ৪ নভেম্বর ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ নভেম্বর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। সেদিনই এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরের দিন তদন্ত কমিটি ঘটনাস্থলে যায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের সকল তথ্য যাচাই-বাছাই করে বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
স্থানীয়রা জানায়, এর আগেও প্রধান শিক্ষক মাইনুদ্দীনের বিরুদ্ধে শিশুদের যৌন হারায়নি, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ ওঠে। তবে তিনি দাগনভূঞা সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে সব অপরাধ ধামাচাপা দিতেন।
তদন্ত কমিটির সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর থেকে মঈন বিদ্যালয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন মর্মে শিক্ষকরা তদন্তকারী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন। এছাড়া সরেজমিনে তদন্তকালে তাকে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায়নি মর্মে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীদুল ইসলাম জানান, ‘তার এ কাজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর একাধিক ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আইনানুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বেতনের অর্ধেক খোরপোষ ভাতা পাবেন।’



