কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সাদিক বিশ্বাস (৪০), জাকির(২৫), রিন্টু (৪০) ও মিজু সরদার (৪২)।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur
কুুষ্টিয়া জেলা ম্যাপ
কুুষ্টিয়া জেলা ম্যাপ |নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর কান্দিরপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে সরদার বংশের সারফান সরদার (৪৮) ও বায়েজিদ সরদার (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাত আনুমানিক ১টার দিকে সরদার গ্রুপের লোকজনের সাথে মণ্ডল গ্রুপের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কান্দির পাড়া গ্রামে মণ্ডল বংশের লোকজনের সাথে সরদার বংশের লোকজনের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১টার দিকে সরদার গ্রুপের লোকজনের সাথে মণ্ডল গ্রুপের লোকজনের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন উভয় গ্রুপের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে কান্দিরপাড়া গ্রামের হামের সরদারের ছেলে সারফান সরদার (৪৮) ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বিছার সরদারের ছেলে বায়েজিদকে (৩৫) উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সাদিক বিশ্বাস (৪০), জাকির(২৫), রিন্টু (৪০) ও মিজু সরদার (৪২)।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।