মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে দেড় হাজার মানুষের মাঝে কোরবানির গরুর গোশত উপহার দেয়া হয়েছে।
রোববার (৮ জুন) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার কোরবানি দিতে না পারা পরিবারের মাঝে কোরবানির এসব গোশত উপহার দেয়া হয়।
জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত নয়টি গরু জবাই করা হয়। এরপর গোশতগুলো কেটে প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী বলেন,‘ঈদ সবার জন্য। যাদের কোরবানির সামর্থ আছে তাদের, যাদের সামর্থ নেই তাদেরও। আমার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারো এমন আয়োজন করেছি। নয়টি গরু জবাই করে প্রায় দেড় হাজার পরিবারকে গোশত উপহার দিয়েছি। প্রায় চার হাজার ৫০০ কেজি গোশত উপহার দেয়া হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।’