সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ চৌমুহনীর পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অসুস্থ অবস্থায় চিকিৎসার উদ্দেশ্যে সিলেট শহরে যাওয়ার সময় সিএনজি অটোরিকশার গতিরোধ করে তিন থেকে চারজনের ছিনতাইকারী দল তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। কয়েক মাস আগে শেরপুর এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। একাধিক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
এএসপি সার্কেল (গোলাপগঞ্জ) শাহ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহত কর্মকর্তাকে দেখেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না ছিনতাইয়ের ঘটনায় সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।