পাবনার বেড়ায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত ২

প্রায় তিন মাস আগে নির্মিত সেফটি ট্যাংকির শাটার খোলার জন্য ওই দুইজন শ্রমিক নিচে নামেন। সেফটি ট্যাংকিতে নামার পরপরই তারা জ্ঞান হারিয়ে ফেলেন।

শফিউল আযম, বেড়া (পাবনা)

Location :

Bera
সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার দক্ষিণপাড়া গ্রামে নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে রাজিবুল ইসলাম (৩০) ও মো: মোস্তাকিন (২৪) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর দুই শ্রমিক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ৯টার দিকে বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটেছে।

রাজিবুল ইসলাম হাতিগাড়া গ্রামের মো: কালামের ছেলে এবং মো: মোস্তাকিন (২৪) একই গ্রামের গফুরের ছেলে।

গুরুতর অসুস্থ রবিউল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সম্রাট শেখকে বেড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া গ্রামে মরহুম তাহেজ এসও’র বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিকেরা কাজে যান। প্রায় তিন মাস আগে নির্মিত সেফটি ট্যাংকির শাটার খোলার জন্য ওই দুইজন শ্রমিক নিচে নামেন। সেফটি ট্যাংকিতে নামার পরপরই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। অপর দুই শ্রমিক তাদের উদ্ধারের জন্য ট্যাংকিতে নামলে তারাও জ্ঞান হারান

খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে রাজিবুল ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।

বাড়ির মালিক মোছা: আয়শা পারভীন বলেন, ‘শ্রমিকরা প্রায় তিন মাস আগে ট্যাংকি নির্মাণ করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাটার খোলার জন্য ট্যাংকিতে নেমে জ্ঞান হারিয়ে ফেলে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধর করে হাসপাতালে নিয়ে যায়।’

বেড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেফটি ট্যাংকিতে বাতাস ঢুকিয়ে উদ্ধার করার পর বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

অসুস্থ সম্রাট শেখ (২২) বলেন, ‘আমি সেফটি ট্যাংকি থেকে মোস্তাকিনকে উঠানোর সময় গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পরি। এ সময় মোস্তাকিন আমার হাত থেকে নিচে পড়ে যায়।’

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মাহমুদুল করিম জানান, বিষাক্ত গ্যাসে আক্রান্ত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে দুজনকে ঘোষণা করা হয়। অসুস্থ দুইজনের একজনকে বেড়া হাসপাতালে অপর দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।