সাঈদীর বিরুদ্ধে মামলার স্বাক্ষী না হওয়ায়

মুক্তিযোদ্ধা কমান্ডারের জানাজায় এসে কৃতজ্ঞতায় কাঁদলেন মাসুদ সাঈদী

‘যখন আমার আব্বাকে গ্রেফতার করেছিল তৎকালীন সরকার, এই মানুষটার ওপর যে চাপ দিয়েছিল আমার আব্বার বিরুদ্ধে মামলায় স্বাক্ষী হবার জন্য। তিনি সমস্ত বাধা মোকাবেলা করেছেন, তবুও আমার আব্বার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হন নাই। শুধু তাই নয়, তিনি নিজে তো সাক্ষ্য দেন-ই নাই বরং কেউ যেন মিথ্যা সাক্ষ্য না দেয় সেজন্য তিনি মানুষকে বুঝিয়েছেন।’

নাসির উদ্দিন, ইন্দুরকানি (পিরোজপুর)

Location :

Pirojpur
মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদারের জানাজায় মাসুদ সাঈদী
মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদারের জানাজায় মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো: বেলায়েত হোসেন হাওলাদারের জানাজায় এসে তার প্রতি কৃতজ্ঞতায় কাঁদলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদারের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা-পূর্ব বক্তৃতায় কেঁদে কেঁদে মাসুদ সাঈদী বলেন, ‘যখন আমার আব্বাকে গ্রেফতার করেছিল তৎকালীন সরকার, এই মানুষটার ওপর যে চাপ দিয়েছিল আমার আব্বার বিরুদ্ধে মামলায় স্বাক্ষী হবার জন্য। তিনি সমস্ত বাধা মোকাবেলা করেছেন, তবুও আমার আব্বার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হন নাই। শুধু তাই নয়, তিনি নিজে তো সাক্ষ্য দেন-ই নাই বরং কেউ যেন মিথ্যা সাক্ষ্য না দেয় সেজন্য তিনি মানুষকে বুঝিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার সম্মানিত শহীদ পিতার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দিয়ে যে হক কাজ করেছেন, তিনি যে সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন দয়া করে এটার উছিলায় তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গা দান করেন।’

বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদারের জানাজায় আরো অংশগ্রহণ করেন পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

উল্লেখ্য, ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বেলায়েত হোসেন হাওলাদার (৭০) শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাড়াখালী গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ রোববার সকালে জানাজা ও রাষ্ট্রীয় সালাম শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।