ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাকিম নাদিয়ান নাতে রাসূল সা:-এ জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ হিসেবে মুস্তাকিমের নাম ঘোষণা করা হয়।
নবীপ্রেম, শুদ্ধ উচ্চারণ, সুর ও ভাবগাম্ভীর্যের সমন্বয়ে পরিবেশিত তার নাতটি জেলা পর্যায়ের বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা কুড়ায়। পরে প্রতিযোগিতায় সব দিক বিবেচনায় তাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ঘোষণা করেন তারা।
মুস্তাকিম নাদিয়ান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভাঙ্গা উপজেলা সংবাদদাতা এ.টি.এম. ফরহাদ নান্নুর ছেলে। তার মা মারুফা শারমিন একজন শিক্ষিকা।
তারা জানান, ধর্মীয় ও শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশেই তাদের সন্তানের এই সাফল্যের ভিত্তি গড়ে উঠেছে।
তার এই অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।



