জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সর্বশেষ রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও আইন বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।
মোট ৩১ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪৩১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩৬৬২ ভোট। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৬৫৭।
এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৪৩৩৩ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১৭৪৫ ভোট পেয়েছেন। শিবির এখানে ২৫৮৮ ভোটে এগিয়ে আছে।
এছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ৩৮৬২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৮১১ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩০৫১ ভোট।



