ঈশ্বরদীতে নিজ শয়নকক্ষ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

‘খবর পেয়ে তার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মৃত্যু হয়েছে। পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে নিজ শয়নকক্ষ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ঈশ্বরদীতে নিজ শয়নকক্ষ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার |সংগৃহীত

পাবনার ঈশ্বরদী ঈশ্বরদী পৌর এলাকার আলোবাগ মোড়ের পিয়ারা মহলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে শাহাবুদ্দিন(৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শাহাবুদ্দিন পৌরসভার মরহুম ছাবেদ সরদারের ছেলে। তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল থেকে তার কোন খোঁজ না পেয়ে বাড়ির পাশে নিজ দোকান ভাড়া দেয়া দোকানী মো: রকিব ডাকাডাকি করতে থাকেন। বাড়ির মেইন গেইট বন্ধ থাকায় আর অনেক ডাকাডাকির পরও কোনো খোঁজ না পেয়ে দোতলার পাইপ বেয়ে উঠে জানালা দিয়ে কক্ষের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে আশেপাশের লোকজন ও তার স্বজনদের ডাকলে তারা এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন।

স্থানীয় দোকানী মো: রকিব বলেন, ‘গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির কাজকাম করতে দেখছি। কিন্তু বিকেল থেকে আজ সকাল পর্যন্ত কোনো খবর না পেয়ে তাকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে দোতলার পাইপ বেয়ে উঠে তার লাশ দেখতে পাই। দেখে মনে হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।’

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মৃত্যু হয়েছে। পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’