নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাবিদ হোসেন (২০) উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের মনিরুল ইসলাম দর্পনের ছেলে।
পুলিশ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতর সাবিদ হাতে বিদেশী আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন নিয়ে খেলা করছেন এবং তা নাড়াচাড়া করছেন। ভিডিওটি দুই-তিন দিন ধরে বিভিন্ন ফেসবুক গ্রুপে ও পেজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশ তাকে আটক করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ‘ভিডিওতে দেখা যুবককে আমরা আটক করেছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। আমরা তদন্ত করে দেখছি যে অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তার কাছে কিভাবে গেল।’
ওসি আরো বলেন, ভিডিওতে যে সাবিদকে দেখা গেছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে।