মাওলানা এ টি এম মাসুম

জনগণের আকাঙ্ক্ষার কারণে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

‘বর্তমানে বাংলাদেশের মানুষ একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
জনগণের আকাঙ্ক্ষার কারণে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের
জনগণের আকাঙ্ক্ষার কারণে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের |নয়া দিগন্ত

‘বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে আগ্রহ প্রকাশ করেছে’ জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, ‘জনগণের আকাঙ্ক্ষার কারণে ইতিমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জন আকাঙ্ক্ষা পূরনের জন্য জামায়াতের দায়িত্ব বেড়ে গেছে।’

শুক্রবার (২০ জুন) লক্ষ্মীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে টাউন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা এ টি এম মাসুম বলেন, ‘জাতীয় পর্যায়ে নেতৃত্ব উপহার দেয়ার জন্য জামায়াতের নেতাদের নির্বাচিত করতে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সারা বিশ্বে মুসলমানদের কোন নেতা নাই, খৃস্ট্রানদের বিশ্ব নেতা আছে, ইহুদিদেরও নেতা আছে। যার ফলে নেতৃত্ব শূন্য মুসলমানরা বিভিন্ন রাষ্ট্রে মার খাচ্ছে।’

এ টি এম মাসুম বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে দারসে কুরআন প্রদান করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুর নবী।

এতে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, অ্যাডভোকেট মহসীন কবির মুরাদ, মাওলানা নাসীর উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর পৌরসভা আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান।

বিশেষ অতিথি ডক্টর রেজাউল করিম বলেন, ‘জামায়াতের কর্মীদেরকে আল্লাহ এবং রাসুলের দাওয়াত নিয়ে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। সামাজিক কাজ ও সাংগঠনি কাজের মাধ্যমে সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। আগামী নির্বাচনে কোরআনের বাংলাদেশ গড়তে জামায়াত কর্মীদেরকে এগিয়ে আসতে হবে।’

জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমীন বলেন, ‘মানুষের মুক্তির জন্য ইসলামকে বিজয়ী করতে হবে। এ লক্ষে আমাদেরকে ইসলামের দাওয়াত নিয়ে ঘরে পৌঁছে যেতে হবে।’

কেন্দ্রীয় মেহমান মাওলানা এ টি এম মাসুম স্থানীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন-

লক্ষ্মীপুর সদর-চেয়ারম্যান নাসীর উদ্দিন মাহমুদ, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আহমেদ উল্লাহ নাসিম। রায়পুর- চেয়ারম্যান সাইয়েদ নাজমুল হুদা, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল রাসেল। রামগঞ্জ-দেওয়ান মুহাম্মদ ইউসুফ, অ্যাডভোকেট হাসানুল বান্না। কমলনগর- মাওলানা হুমায়ুন কবির, ভাইস-চেয়ারম্যান ডা: নুর উদ্দিন। রামগতি- চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ভাইস-চেয়ারম্যান আবদুর রহিম

এছাড়া জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।