জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জামায়াত।
শুক্রবার (১৪ নভেম্বর) জেলা শহর মাইজদী পৌরবাজার থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের জায়গায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ আসনের জামায়াতের সংসদ পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।



