ফেনীতে ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

শিশু বেলা থেকেই ব্যক্তিত্ব গড়ে ওঠে : আবদুল আউয়াল মিন্টু

‘ফেনীর সবচেয়ে বড় কৃতি সন্তান হলো বেগম খালেদা জিয়া। তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়ে এ জেলাকে সমৃদ্ধ করেছেন। একসময় ফেনী কলেজ, পাইলট এগুলার অনেক নাম ছিল।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ফেনীতে ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান |নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘এখানে যারা বৃত্তি পেয়েছো একদিন তারা আমাদের জেলার কৃতি সন্তান হবে। ফেনীর সবচেয়ে বড় কৃতি সন্তান হলো বেগম খালেদা জিয়া। তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়ে এ জেলাকে সমৃদ্ধ করেছেন। একসময় ফেনী কলেজ, পাইলট এগুলার অনেক নাম ছিল। এগুলো থেকে অনেক ভালো মানুষ বের হয়েছে। বাহিরে থেকেও অনেকে আসতো। এখন সেটা কমে গেছে।’

শিশু কিশোরদেরকে তিনি বলেন, ‘এসময়টা এমন সময়, যে সময় ব্যক্তিত্ব গড়ে ওঠে। এসময় কোনটা বৈধ, কোনটা অবৈধ তা শেখা হয়। এখন সমাজ পরিবর্তন হয়েছে। সমাজ পরিবর্তন হচ্ছে। প্রতি ১০ বছরে সমাজ পরিবর্তন হয়। সুতরাং আমি যদি মনে করি আমার ছেলে আমাকে অনুসরণ করবে। এটা ভুল। অতএব মা-বাবাকে সন্তানদের মনস্তত্ত্ব বুঝতে হবে। আমরা যদি সামাজিক পরিবর্তন আনতে পারি তাহলে আমাদের সন্তানদের পরিবর্তন আনতে হবে। ছেলে-মেয়েদের মেধার বিকাশ যেন হয়। মনস্তাত্ত্বিক বিকাশ যেন। এটা মা- বাবার দায়িত্ব। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছেলে-মেয়েরা অনুপ্রাণিত হয়। এসব আয়োজন বারবার হোক।’

দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে শুক্রবার বিকেলে শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ৫শ’ শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা দেয়া হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক রানা।

মূখ্য আলোচক ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি, দৈনিক নয়া দিগন্ত সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

আবৃত্তিকার আশ্রাফুল হক আরমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশিদ, মাবিয়া নজির ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, অভিভাবক আ জ ম সালেহ অর্পণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সৈকত।

দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫শ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিঠু বলেন, ‘ডাকসু-জাকসু ছাত্রদের এসব নির্বাচনে হার-জিতের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।’

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে শিশুদের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা প্রতি বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।