মির্জাগঞ্জে বসত ঘরে আগুন

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময়ে উপজেলার দেউলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
মির্জাগঞ্জে বসত ঘরে আগুন
মির্জাগঞ্জে বসত ঘরে আগুন |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে মো: সরোয়ার খানের বসত ঘরটির মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময়ে উপজেলার দেউলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেউলী এলাকার বসত ঘরের মালিক মো: সরোয়ার খানসহ সবাই ঘটনার সময়ে বাহিরে ছিলেন। সকালে রান্না করে গ্যাসের চুলা বন্ধ না করায় চুলা থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়রা ও খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো: সুমন জানান, উপজেলা দেউলী এলাকার একটি আধাপাকা বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে ঘরের ভেতরে মালামাল সম্পূর্ণ ক্ষতি ও প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।