সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে : এ্যানি

রোববার দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
বক্তব্য রাখেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বক্তব্য রাখেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি |নয়া দিগন্ত

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সবসময় তারা অগ্রণী ভূমিকা রেখেছে। তারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগবিরোধী আন্দোলনে রাজপথে থেকেছে। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের। ছাত্রদলের ১৪৮ জন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে।’

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘একটি ছাত্র রাজনৈতিক দল বিগত সময়ে হেলমেটবাহিনী হিসেবে পরিচিত ছিল। তারা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। কিন্তু ছাত্রদল অতীতেও সাধারণ ছাত্রদের নিয়ে রাজনীতি করেছে, ভবিষ্যতেও করবে। ছাত্রদল বর্তমান ‘জেন জি’ ছাত্র সমাজের মতামতকে প্রাধান্য নিয়ে রাজনীতি করবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই কারণ, ছাত্রদলের অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ছাত্রদলকে পর্যবেক্ষণ করছেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেছিল ছাত্রদল। সেই সময় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যতগুলো ছাত্রসংসদ নির্বাচন হয়েছে সবগুলোতেই ছাত্রদলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। সেই ধারা ধরে রাখতে হবে। শিক্ষার্থীরা কী চায় সেই অনুযায়ী কাজ করতে হবে। কারণ, নতুন প্রজন্ম অনেক প্রত্যাশা করে। সেই অনুপাতে ছাত্রদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিড, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া।