বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘ভারত চায় না বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করুক। তবে খেয়ে থাকি, আর না খেয়ে থাকি আমরা ভারতের গোলামী করবো না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো তাদের আয়নাঘরে বন্দী করে রাখা হতো। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন।’
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, ‘বিএনপি ভদ্রলোকের দল, শহীদ জিয়া ছিলেন খোলাফায়ে রাশেদীনের মতো সুশৃঙ্খল ও নীতিবান। বিএনপি ক্ষমতায় এলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী। বিএনপি শহীদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার দল, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল।’
নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি তিনবার মন্ত্রীসহ ছয়বার এমপি ছিলাম, কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। হাসিনা সরকারের আমলে পাঁচবার মিথ্যা মামলায় জেল খেটেছি, আবার জামিন পেয়ে মুক্তি পেয়েছি।’
মেজর হাফিজ ধানের শীষ প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইব্রাহিম মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম অ্যাডভোকেট সালাউদ্দিন বাচ্ছু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ইদ্রিস মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো: মাসুদ খান, কামরুল পাটওয়ারী, মো: সরোয়ারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



