কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে ডুবে দানু মিয়া (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দানু মিয়ার পরিবার।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টায় উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যান।
তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।