মাদারীপুরে নিখোঁজের ১৫ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

নিহত মিজানের বাড়ি পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচর থানা
শিবচর থানা |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে মাদবরেরচর ইউনিয়নে মাটির নিচ থেকে মিজান (৫০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট ) সকাল ৭টার দিকে মাদবরেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর বাড়ির পাশে আব্দুল মেকারের জামাই বাড়ির মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে অর্ধ গলিত ভ্যানচালকের লাশটির গন্ধ বাতাসে ভেসে এলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

জানা গেছে, নিহত মিজানের বাড়ি পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে।

নিহত ভ্যানচালকের স্ত্রী কুলসুম বলেন, মিজান গত ২৮ জুলাই বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম জানান, লাশটির পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।