পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১০টা ৩৫মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক
দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক |নয়া দিগন্ত

পদ্মা সেতুর ২ নম্বর পিলারে মাওয়া প্রান্তের ঢাকামুখী লেনে তেলবাহী একটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত ও কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১০টা ৩৫মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কিছু সময়ের জন্য পদ্মা সেতুর ঢাকামুখী লেন বন্ধ হয়ে গেলেও রাত পোনে ১টার দিকে সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি ট্রাক ও একইমুখী একটি বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে দু’জন নিহত হয় এবং অন্তত ১০ থেকে ১২ জনের মতো আহত হয়েছেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুর্ঘটনাকবলিত যান দু’টি সেতু থেকে সরানোসহ, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানা গেছে।

সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, সেতুর ২ নম্বর পিলারে ঢাকাগামী তেলবাহী একটি ট্রাকের পেছনে একইমুখী ইমাদ পরিবহনের বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা হয়।

তিনি আরো জানান, উদ্ধার কাজ শেষ হওয়ার পর রাত পোনে ১টার দিকে সেতুতে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।