কুষ্টিয়ার মিরপুরে ডাম্পট্রাক ও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টর-সংলগ্ন যোগীপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)। আহতরা হলেন প্রশান্ত ও পরিমল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিজিবি সেক্টর থেকে ১০০ গজ পূর্বে যোগীপোল নামক স্থানে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালিবোঝাই একটি ডাম্পট্রাক ও মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তুষার ও রাব্বির মৃত্যু হয়। অপর আতহ দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যাওয়ার খবর পেয়েছি। বর্তমানে ডাম্পট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।



