কক্সবাজারের ঈদগাঁওতে নারীসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
একইদিন দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতার আসামিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



