বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু।
এছাড়া উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক কমিশনার ওসমান আলী মিধা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সাবেক পৌর কমিশনার শ্রী সুনিল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মাইনুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও বালিকা বিদ্যালয়ের সভাপতি মহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য সারা জীবন কাজ করেছেন। তার সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



