বরিশালের গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালত ২৩ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এসময় আশোকাঠী মেডিক্যাল হলকে ৩ হাজার, নয়ন মেডিক্যাল হলকে ১৫ হাজার এবং কাউসার ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দ করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, ‘স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সাধারণ মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।