কুমিল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে মহানগর জামায়াতের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কুমিল্লা মহানগরের আমির ও কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লার লাকসামে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। এরপর সন্ধ্যায় আসবেন কুমিল্লার টাউনহল মাঠে। সেখানে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে জামায়াত আমির কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে এবং বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মো: মোছলেহ উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সভাপতি হাসান আহমেদসহ জামায়াত-শিবিরের কুমিল্লা মহানগরের নেতাকর্মীরা।



