ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে মো: মজনু মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার নিয়ে গ্রামবাসী ও পুলিশের মাঝে উত্তেজনা চলছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি স্থানে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ও পরিবারের লোকজন লাশ উদ্ধার করেন। পরে পুলিশ লাশ থানায় আনতে গেলে ওই উত্তেজনা শুরু হয়।
এলাকাবাসী জানায়, রোববার সকালে কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি মজনু মিয়া। পরের দিন (আজ সোমবার সকালে) স্থানীয় এক কিশোর মাছ ধরতে গিয়ে বৃদ্ধার লাশ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। দুপুর ২টায় জানাজার ঘোষণাও হয়। পরে বিষয়টি থানা পুলিশ জানতে পেরে লাশ থানায় নিয়ে যেতে চাইলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশ নিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সাথে কথা বলছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) লাশ থানায় নিতে পারেনি পুলিশ।