কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে মিনহাজ (১২) নামের এক স্কুলছাত্র।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গহিরা–হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বার (কালায়ের টেক) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিরহাট বাজারের দক্ষিণ প্রান্তে প্রবেশ করতে থাকা কাভার্ডভ্যানটির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাব্বি (১৯) আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো শ-১১-১৬৬৯) চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। নিহত মিনহাজের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা তদন্তসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’