ভারতে পালনোর সময় চাঁপাইগঞ্জ সীমান্তে নেত্রকোনার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অজিত বরণ সরকারের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে খালিয়াজুরি সদর ইউনিয়নের ইউপি সদস্য মজলুম মিয়া থানায় মামলা করেন।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
ভারতে পালনোর সময় চাঁপাইগঞ্জ সীমান্তে নেত্রকোনা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ভারতে পালনোর সময় চাঁপাইগঞ্জ সীমান্তে নেত্রকোনা আওয়ামী লীগ নেতা গ্রেফতার |নয়া দিগন্ত

গোপনে ভারতে পালিয়ে যাবার সময় চাঁপাইগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার হয়েছেন নেত্রকোনার দ্বীপ হাওর খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অজিত বরণ সরকার খালিয়াজুরি উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, অজিত বরণ সরকারের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে তিনিসহ ১৮৫ জনকে আসামি করে খালিয়াজুরি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজলুম মিয়া গত ২ জুলাই খালিয়াজুরি থানায় মামলা করেন।

সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা অজিত বরণ সরকার চাঁপাইগঞ্জ থানা হাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।