মিরসরাইয়ে জমিতে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

রোববার দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে এগারো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। ওই কিশোরী জমিতে ঘাস কাটতে গেলে এ ঘটনা ঘটে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আনোয়ার হোসেন হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর মামা অভিযোগ করে বলেন, ‘আমার ভাগিনী দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে ইসলামপুর এলাকার আনোয়ার তাকে ধর্ষণ করেন। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যান। ঘটনায় আমরা শিশু ও নারী নির্যাতন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ইসমাইল বলেন, ‘বিকালে এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগের আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘রসুলপুরে এক কিশোরী ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।‘