রংপুরের সদর উপজেলার মমিনপুরের ডাঙ্গাপাড়ায় তিস্তা সেচ ক্যানেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
রংপুর সদর কোতয়ালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তারা স্থানীয়দের মাধ্যমে খবর পান সদর উপজেলার মমিনপুরের ডাঙ্গাপাড়ায় তিস্তা সেচ ক্যানেলের মাঝখানে ভাসমান অবস্থায় থাকা একটি লাশের। পরে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল লাল ফোটার একটি ম্যাক্সি। একটি ব্যাগও পাওয়া যায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।