নিজেদের ভাগ্য নয় এবার বাংলাদেশকে পরিবর্তন করতে চাই : মাসুদ সাঈদী

শুক্রবার পিরোজপুরে দিনভর গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
বক্তব্য রাখেন মাসুদ সাঈদী
বক্তব্য রাখেন মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা বাংলাদেশকে এবার পরিবর্তন করতে চাই। ক্ষমতার চেয়ার বা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই না। বাংলাদেশে আমরা এখনো দেখি রাজাকার ট্যাগিং। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সেসব বিজয়ী ছাত্রদেরও রাজাকার ট্যাগিং করা হচ্ছে। রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না। ওই ট্যাগিং, অপপ্রচার ও প্রতিহিংসার রাজনীতি যতদিন বন্ধ না হবে, ততদিন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুরে দিনভর গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘একটি অসম শক্তি পশ্চিম পাকিস্তানিদের অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে ১৯৭১-এ বাংলার মানুষ লড়াই করে মাত্র ৯ মাসে বিজয় অর্জন করেছিল। সেই একই লক্ষ্যে চব্বিশের ৫ আগস্ট এ দেশের দামাল ছেলেরা রক্ত দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। বর্তমান ফ্যাসিস্টবিহীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট এর জন্ম হতে দেয়া যাবে না। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র ও মানুষের খেদমতের নামে চাঁদাবাজি; আমরা এ অবস্থার উত্তরণ চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যে সুখ-শান্তির স্বপ্ন লালন করে বেঁচে আছে আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন চাই। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দল, নেতা ও মার্কাকে বেছে নিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেই সব দল ও মার্কার মানুষেরা আমাদের ভোট নিয়েছে। কিন্তু তারা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি।’

এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিরোজপুর পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের সাহা পাড়া, কুমারখালী, রায়েরকাঠী রাজবাড়ী এলাকা, ঝাটকাঠী ও সিও অফিস এলাকায় গণসংযোগসহ পথসভা করেন তিনি।

এদিকে রায়েরকাঠী রাজবাড়ীর পথসভায় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ উপস্থিত ছিলেন। রাজবাড়ী এলাকায় গেলে মাসুদ সাঈদীকে ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীসহ সাধারণ মানুষজন।