আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (সালথা- নগরকান্দা) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী (ধলা হুজুর)। তিনি এ আসনে ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী।
রোববার দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদেরকে নিয়ে ফরিদপুর জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রবীন এ আলেম।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, নগরকারন্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান, মো: সাইফুল ইসলাম, মাওলানা হাসমত আলীসহ ফরিদপুর-২ আসনের নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে মাওলানা শাহ আকরাম আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং প্রশাসন নিরপেক্ষভাবে সহায়তা করে তাহলে ফরিদপুর দুই আসনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।



