ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে ওই সম্মেলনে মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পড়িয়ে দেয়া হয়।
শিল্পপতি ও শিক্ষানুরাগী মো: নুরুজ্জামান খান রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন গফরগাঁও জে এম সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা আবুল হুসাইন।
ওই মাহফিলে ওয়াজ করেন সাভারের বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল বাছিত, ঢাকার খিলক্ষেত জামিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি মনিরুজ্জামান খান, কিশোরগঞ্জের মাধখলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর আরিফ রব্বানী, শ্রীপুরের জামিয়া আহমাদিয়া আরাবিয়া মুহতামিম মাওলানা হুসাইন আহমাদ শিব্বির, গাজীপুরের দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার মাওলানা ইখলাসুর রহমান হাবিবী ও ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার মুহতামিম মোস্তাফিজুর রহমানসহ (চরবহুলী) দেশবরেণ্য বিশিষ্ট আলেম-উলামায়ে কেরামরা।
ওই সম্মেলনে মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পড়িয়ে দেন দেশবরেণ্য বিশিষ্ট আলেম-উলামায়ে কেরামরা।



