জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মামুনুর রশীদ। এ সময় সকল বিভাগের শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন আদর্শিক, নীতিনিষ্ঠ ও সাহসী জুলাই আন্দোলনের এক উল্লেখযোগ্য মুখ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময়ই দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। হাদির প্রয়াণ গভীর শোকের হলেও তার আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা তার স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’



