ভাণ্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি

ভাণ্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সৌদি প্রবাসী মো: আল আমীন আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Bhandaria
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি |নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সৌদি প্রবাসী মো: আল আমীন আকনের (৪২) বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় আল আমীন আকনের স্ত্রী জেসমিন বেগম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আল আমীন দীর্ঘ বছর ধরে বিদেশে আছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে তিনি এবং তার ছেলে আব্দুল্লাহ (১৭) ও মেয়ে নুসরাত জহান (৯) বসবাস করেন। শুক্রবার রাত ৩টার দিকে হঠাৎ পাঁচ- ছয়জন মুখোশধারী জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে দু’টি স্মার্ট ফোন, দু’টি স্বর্ণের চেইন, দু’টি স্বর্ণের আংটিসহ স্বর্ণালংকার, বিদেশী কম্বল লুট করে নিয়ে যায়। এ সময় নগদ দু’ লাখ টাকা লুট করে ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই যথাযথ আইনিব্যবস্থা নেয়া হবে।’