স্বপ্নের মওলানা ভাসানী সেতু উদ্ধোধন বুধবার

বুধবার (২০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে উপস্থিত হয়ে সেতুটি উদ্বোধন করবেন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gaibandha
মওলানা ভাসানী সেতু
মওলানা ভাসানী সেতু |নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাধীন হরিপুর-কুড়িগ্রামের চিলমারী তিস্তা নদীর উপর নির্মিত এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতুর’ উদ্বোধন হবে আগামীকাল বুধবার।

বুধবার (২০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে উপস্থিত হয়ে সেতুটি উদ্বোধন করবেন।

বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড) এর অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। সেতুটি এক হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৬০ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা দু’টি এবং মোট স্প্যান সংখ্যা ৩২টি। এটি একটি পিসি গার্ডার সেতু।

সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার চিলমারী, উলিপুরসহ কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া নদীর উভয় তীরের সংযোগসহ উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে।

এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। পর্যটনের সুযোগ সৃষ্টিসহ একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত রাস্তা কমে যাবে।