আড়াইহাজারে বজ্রপাতে একজনের মৃত্যু

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, লাশ দাফনের জন্য তার পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজারে বজ্রপাতে একজনের মৃত্যু
আড়াইহাজারে বজ্রপাতে একজনের মৃত্যু |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও মোল্ল্পাাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকাররম ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

এলাকাবাসী জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং প্রচন্ড বাতাস বইছিল। এ সময় মোকাররম তার নিজের গাছ থেকে সখের বসে আম কুড়াতে যান। আম কুড়ানোর এক পর্যায়ে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। এ সময় তার আত্মীয়- স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা: কামাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, লাশ দাফনের জন্য তার পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।