বাবাকে খুন করে মাটিতে পুঁতে রাখে ছেলে, লাশ উদ্ধার

ঘটনায় ঘাতক ছেলে রফিককে আটক করা হয়েছে। একইসাথে খুন করার কথা স্বীকার করেছে রফিক।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
নয়া দিগন্ত

কক্সবাজারের সদর উপজেলায় বাবাকে খুন করে মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। ঘটনায় ঘাতক ছেলে রফিককে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়াতে এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে কাঠ দিয়ে তার বাবাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। পরে ঘাতক রফিক তার ছোট ভাইকে সাথে নিয়ে বাবার লাশ বস্তাবন্দি করে ঘরের পেছনের ধানক্ষেতের পাশে মাটিতে পুঁতে রাখে। পরদিন মঙ্গলবার বিকেলে দুর্গন্ধ ছড়ালে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল দিলে গভীর রাতে পুলিশের উপস্থিতিতে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। ঘটনায় ঘাতক ছেলে রফিককে আটক করা হয়েছে। একইসাথে খুন করার কথা স্বীকার করেছে রফিক।

এলাকাবাসী জানায়, নিহত সৈয়দ ভ্যানচালক ছিলেন এবং তিনি একজন রোহিঙ্গা। খুরুশকুলে পরিবার নিয়ে বেশ কয়েক বছর ধরে বসবাস করে আসছেন তিনি। তবে পরিবারটি রোহিঙ্গা কি না তা তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ ইলিয়াস।

এদিকে এমন নির্মম ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন লোকজন।