আড়াইহাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব -১১ স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
জহিরুল ইসলাম (৪৫)
জহিরুল ইসলাম (৪৫) |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব -১১ স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল ইসলাম আড়াইহাজার থানার বাজবি এলাকার মরহুম আব্দুল জলিলের ছেলে।

এর আগে গত ২৪ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১ তাকে গ্রেফতার করে। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যান। দীঘ বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।