দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিশু আনাস মোহনপুর চারুর বাড়ির রাকিব হোসেনের ছেলে।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
পুকুরের পানিতে ডুবে শিশু আনাসের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে শিশু আনাসের মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে আনাস নামের দু’ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মোহনপুর চারুর বাড়ির ধরেরা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আনাস মোহনপুর চারুর বাড়ির রাকিব হোসেনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু আনাস খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।