ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় কাউসার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তাগাছা-ফুলবাড়িয়া রোডের রামভদ্রপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউসার হরিপুর দেউলি গ্রামের লিটন মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ডাবল কেবিন পিকআপ (নম্বর: ঠ-১১-১৮৯১) নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী কাউসারের উপর উঠে যায়। এ সময় গুরুতর আহত হন কাউসার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, রামভদ্রপুর বাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।