চাঁদপুরে মেঘনা থেকে নারীর লাশ উদ্ধার

নৌ পুলিশের এসআই দাদন মিয়া জানান, গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
চাঁদপুরে মেঘনা থেকে নারীর লাশ উদ্ধার
চাঁদপুরে মেঘনা থেকে নারীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মেঘনা নদী থেকে এক নারীর (২৮) গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

রোববার (২৫ মে) সকালে চাঁদপুর হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দাদন মিয়া ও সঙ্গীয় ফোর্স গ্রাম পুলিশের সহায়তায় ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের আখনেরহাট সংলগ্ন বাখরপুর গ্রামের নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে গ্রাম পুলিশকে জানায়। তারা প্রশাসন ও পুলিশকে জানালে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

নৌ পুলিশের এসআই দাদন মিয়া জানান, গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তাকে মেরে নদীতে ফেলে দেয়া হয়। ভাসমান অবস্থায় আমরা লাশটি পেয়েছি। লাশের সুরতহাল করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।