সিসিকের সাবেক মেয়রের পলাতক এপিএসের বাড়ির দরজায় দুদকের নোটিশ

‘পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পলাতক সাবেক এপিএস মো: শহিদুল ইসলাম চৌধুরী শহীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সম্পদ বিবরণীর নোটিশ টানানো হয়েছে। আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে বিবরণী দাখিল করতে পারবেন মো: শহিদুল ইসলাম চৌধুরী শহীদ।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিসিকের সাবেক মেয়রের পলাতক এপিএসের বাড়ির দরজায় দুদক নোটিশ টাঙিয়েছে
সিসিকের সাবেক মেয়রের পলাতক এপিএসের বাড়ির দরজায় দুদক নোটিশ টাঙিয়েছে |নয়া দিগন্ত

সিলেট সিটি কপোরেশনের (সিসিক) পলাতক সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (এপিএস) পলাতক মো: শহিদুল ইসলাম চৌধুরী শহীদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ টাঙিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

বুধবার (৭ জানুয়ারি) নগরীর রায়নগর রাজবাড়ীস্থ শহীদের বাসায় কাউকে না পেয়ে নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী চাওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে দুদকের একটি দল ওই নোটিশটি টানান। আদেশটি জারি করেছেন দুদকের উপপরিচালক রাফী মো: নাজমুস সাদাত।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় এভাবে নোটিশ টানায় দুদক।

নোটশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস’ জন্মেছে যে, শহীদ চৌধুরী তার জ্ঞাত আয়ের বাইরে নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ও বেনামে অর্জিত সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদক কার্যালয়ে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা মিথ্যা বিবরণী প্রদান করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের সাথে সম্পদ বিবরণীর একটি সেট সংযুক্ত রয়েছে।

দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার নয়া দিগন্তকে বলেন, ‘পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পলাতক সাবেক এপিএস মো: শহিদুল ইসলাম চৌধুরী শহীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সম্পদ বিবরণীর নোটিশ টানানো হয়েছে। আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে বিবরণী দাখিল করতে পারবেন মো: শহিদুল ইসলাম চৌধুরী শহীদ।’