আশুলিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

শুক্রবার রাতে থানার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
হামলার শিকার পুলিশ সদস্য
হামলার শিকার পুলিশ সদস্য |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার হত্যা মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে থানার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসআই মনিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।